Site icon Jamuna Television

নেপালে পার্লামেন্ট বিলোপ এবং আগাম নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন

নেপালে পার্লামেন্ট বিলোপ এবং আগাম নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে প্রকম্পিত হলো রাজধানী। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সিদ্ধান্তের বিরোধিতায়, মঙ্গলবার কাঠমান্ডুতে বিক্ষোভ প্রদর্শন করেন ১০ হাজারের বেশি মানুষ।

মহামারির কারণে আরোপিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। সরকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। এ ইস্যুতে নেপালের সর্বোচ্চ আদালতে এক সপ্তাহে জমা পড়েছে অর্ধশতাধিক পিটিশন। যার শুনানি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।

দলীয় কোন্দলের জেরে গেলো ২০ ডিসেম্বর, ওলি’র অনুরোধে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন নেপালি প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। সরকারি সিদ্ধান্ত গ্রহণে দলীয় মতামত উপেক্ষার অভিযোগে নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টির দলীয় প্রেসিডেন্টের পদ ছাড়তেও চাপ বাড়ছে প্রধানমন্ত্রী ওলির ওপর।

Exit mobile version