Site icon Jamuna Television

প্রথমবারের মতো গাজা উপত্যকায় ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র সংগঠনের সামরিক মহড়া

অবরুদ্ধ গাজা উপত্যকার ভূমধ্যসাগর উপকূলে প্রথমবারের মতো একযোগে সামরিক মহড়া চালালো ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র সংগঠন। ২০১৮ সালের ঘোষণা অনুযায়ী হামাস ও ইসলামিক জিহাদের নেতৃত্বে মহড়া চলে স্থল, আকাশ ও নৌ-সীমায়।

গাজা থেকে সাগরের দিকে ছোঁড়া হয় আটটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে আসন্ন যেকোনো লড়াইয়ে ফিলিস্তিনিদের সক্ষমতা প্রমাণ হলো এতে, বলছে ইসলামিক জিহাদ। যদিও ইরানের প্রত্যক্ষ মদদে এ অস্ত্রের প্রদর্শনী সম্ভব হয়েছে বলে প্রতিক্রিয়া তেলআবিবের।

মহড়ার শুরুতে উপকূল সংলগ্ন গাজার প্রধান সড়কে নিহত ইরানি সমরবিদ কাশেম সোলাইমানির একটি বিশাল প্রতিকৃতিও দেখা গেছে।

Exit mobile version