Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় জনস্বাস্থ্য বিধিমালা উপেক্ষা করলেই ফেরত পাঠানো হতে পারে বিদেশি পর্যটকদের

অস্ট্রেলিয়ায় জনস্বাস্থ্য বিধিমালা উপেক্ষার প্রমাণ মিললেই ফেরত পাঠানো হতে পারে বিদেশি পর্যটকদের। মহামারি পরিস্থিতি সত্ত্বেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে সিডনির সমুদ্রসৈকতে আনন্দ আয়োজনের জেরে এ হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলীয় অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক।

বড়দিনের একটি পার্টির ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন কঠোর হচ্ছে বলে জানান মঙ্গলবার জানান অ্যালেক্স হক। পার্টিতে অংশ নেয়া বেশিরভাগই ব্রিটিশ ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কয়েক মাস স্থানীয়ভাবে সংক্রমণশূণ্য থাকার পর, নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে সিডনিতে। নতুন বছরের উৎসব সামনে রেখে কঠোর করা হয়েছে স্বাস্থ্যবিধি।

Exit mobile version