Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা

ফাইল ছবি।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের উত্তরসূরিরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তে অনুষ্ঠিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করা।

আইইডিবি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আলোচনার বিষয় ছিলো- মহান স্বাধীনতা ও বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে ফেলতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিরোধে করণীয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশে অসংখ্য ভাস্কর্য থাকলেও তা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা তাই বাংলাদেশের বিরোধিতারই সামিল।

Exit mobile version