Site icon Jamuna Television

গণমাধ্যমে পিকে হালদারের সাক্ষাৎকার প্রচারে নিষেধাজ্ঞা

পিকে হালদার পলাতক আসামি হওয়ায় তার সাক্ষাৎকার গণমাধ্যমসহ সকল মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এক শুনানিতে একইসাথে পিকে হালদারের সাক্ষাৎকার প্রচার কেন বেআইনি হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। একইদিনে রুলের পাশাপাশি একাত্তর টেলিভিশনের নিউজ ও টক শে’র ফুটেজ জমা দেয়ারও নির্দেশনা দেন আদালত।

মঙ্গলবার পিকে হালদারের বক্তব্য গণমাধ্যমে প্রচার- কতটুকু আইনসংগত তা জানতে হাইকোর্টের নজরে আনেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী। সম্প্রতি পিকে হালদারের বক্তব্য প্রচার করে দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এছাড়া টিভিতে লাইভ টকশো-তেও অংশ নেন পিকে হালদার।

Exit mobile version