Site icon Jamuna Television

রূপ বদলানোর চেষ্টায় ঢাকা মোহামেডান

ঢাকার ঐতিহ্যবাহী দল মোহামেডান। এই দলে নেই কোন তারকা খেলোয়াড়, তারপরও ফেডারেশন কাপে টপার হতে চায় তারা। প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে এই দলটি। মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে অপেক্ষায় রয়েছে সেরা আটে খেলার। তবে সেরা আটে খেলতে হলে আজকের ম্যাচে মুক্তিযোদ্ধাকে আবাহনীর বিপক্ষে জয় পেতে হবে বড় ব্যবধানে।

হঠাৎ করে বদলে যাওয়া মোহামেডানের কোচ শেন-লি বলেন আবাহনীর কাছে আমরা হেরেছি। তার মানে এই নয় যে আমরা আর পারবো না। ছেলেরা মুক্তিযোদ্ধাকে ৪-১ এ হারিয়ে দারুণ উজ্জীবিত। আশা করি বাকি সময় নতুন রূপে ফিরে আসবে ছেলেরা।

Exit mobile version