Site icon Jamuna Television

এইবারেই পয়েন্ট হারালো বার্সেলোনা

এইবারে পয়েন্ট হারিয়েছে বার্সোলোনা। মেসিকে ছাড়া মাঠে নেমে এইবারের সাথে ১-১ গোলে ড্র করেছে বার্সা। নিজেদের মাঠে প্রতিপক্ষকে ভালোই আতিথ্য দেয় বার্সেলোনা। ইনজুরিতে পরে মেসি যখন মাঠের বাইরে তখনই অতিথিদের আক্রমণে তোলপাড় বার্সা শিবির। ম্যাচের আট মিনিটে পেনাল্টি মিস করেন মার্টিন ব্রাথওয়েট, ২৫ মিনিটে এই ডেনিস স্ট্রাইকার ভুল শুধরে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও অফসাইডের ফাঁদে পরে বাতিল হয় গোল।

৫৭ মিনিটে ঘটে উল্টো ঘটনা, বার্সার জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেয় কিকে। ম্যাচের ৬৭ মিনিটে ডাম্বেলের স্কোরে দল সমতায় ফিরলেও ম্যাচের বাকি সময় কোন গোলের দেখা পায়নি বার্সা। তবে ব্যর্থ হয়েছে এই বারের চেষ্টাও। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

Exit mobile version