Site icon Jamuna Television

আবাহনীর জয়ে শেষ আটে ঢাকা মোহামেডান

ফেডারেশন কাপ ফুটবলের ডি গ্রুপে মোহামেডানের সমীকরণটি ছিলো শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র হারলে বা ড্র করলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে তাদের। অন্যদিকে শেষ আটে খেলতে হলে মুক্তিযোদ্ধাকে জিততে হবে বড় ব্যবধানে। কিন্তু নিজেদের শেষ ম্যাচে আবাহনীর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মুক্তিযোদ্ধা। আর মোহামেডান উঠে যায় কোয়ার্টার ফাইনালে।

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটেই রেডসদের জালে বল জড়িয়ে আবাহনীকে এগিয়ে নেয় আফগান ডিফেন্ডার মাসি সাইঘানির। ৬৯ মিনিটে জীবনের কর্নার থেকে আরও একবার লিড নেয় আবাহনী। এবার দলের নায়ক হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্টে।

৮৭ মিনিটে মিডফিল্ডার রহিতের কল্যাণে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর গোল করতে পারেননি মুক্তিযোদ্ধার ফুটবলাররা। তবে আবাহনীর ফরোয়ার্ডরাও পারেনি ব্যবধান বাড়াতে। নিয়ম রক্ষার ম্যাচে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আকাশই নীলরা। আর রেডদের চাকা থেমে যায় এখানেই। ছিটকে পরে টুর্নামেন্ট থেকে।

Exit mobile version