Site icon Jamuna Television

কিশোরগঞ্জ বিজয় দিবস হকি লিগে চ্যাম্পিয়ন লিজেন্ড ৭১

কিশোরগঞ্জ বিজয় দিবস হকি লিগের চ্যাম্পিয়ন হয়েছে লিজেন্ড ৭১। আরজত আতরজান উচ্চ বিদয়ালয়ের মাঠে ফাইনালে সেরা ৭১ কে ২-১ গোলে হারিয়েছে তারা। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সেরা ৭১ এর মেহেদী হাসান।

সর্বোচ্চ গোলদাতা হয়েছে চ্যাম্পিয়ন দলের এহসানুল হক রাসেল। ফেয়ার প্লের ট্রফি জিতেছে সেরা ৫২ দল। কিশোরগঞ্জ হকি একাডেমির আয়োজনে লিগে ৫ দলের হয়ে অংশ নিয়েছিলো ৫৫ জন খেলোয়াড়।

Exit mobile version