Site icon Jamuna Television

সীমান্তে সংঘাত নিরসনে চীনের সাথে আলোচনায় বসতে চায় ভারত

সীমান্তে সংঘাত নিরসনে চীনের সাথে আলোচনায় বসতে চায় ভারত। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, বেইজিংয়ের সাথে আন্তরিকতা দেখিয়ে দফায় দফায় বৈঠক হলেও সীমান্ত ইস্যুতে কোন সমাধান আসেনি। তবে শীতকালের পরিস্থিতি বিবেচনা করে সংঘাত কবলিত এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে ফের আলোচনায় বসতে চান তিনি।

গেলো জুনে লাদাখ সীমান্তে চীনা সেনাদের হামলায় প্রাণ হারায় ২০ ভারতীয় সেনা সদস্য। তবে চীনের ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। পাহাড়ি অঞ্চলটিতে নিয়োজিত আছে নয়া দিল্লির ৫০ হাজার সেনা সদস্য।

ইউএইচ/

Exit mobile version