Site icon Jamuna Television

ফাইজারের ভ্যাকসিন নেয়ার এক সপ্তাহ পর নার্সের করোনা পজেটিভ

ফাইজারের টিকা নেয়ার এক সপ্তাহেরও বেশি সময় পরে ক্যালিফোর্নিয়ায় এক নার্সের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানব শরীরে সুরক্ষা তৈরিতে এর আরও সময় প্রয়োজন। এবিসি নিউজের উদ্ধৃতি দিয়ে বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৪৫ বছর বয়সী ম্যাথিউ ডব্লিউ নামে ওই নার্স দুটি স্থানীয় হাসপাতালে কাজ করেন। ১৮ ডিসেম্বর ফাইজারের টিকা গ্রহণের কথা তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন। এবিসি নিউজকে তিনি জানিয়েছেন, টিকা দেয়ার পরে তার বাহুতে একদিন ব্যথা অনুভূত হয়েছে। তবে তিনি অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় পড়েননি।

বড়দিনের আগের দিন কোভিড-১৯ ইউনিটে কাজ করার পর তিনি অসুস্থতা অনুভব করেন। তিনি ঠাণ্ডা, পেশি ব্যথা ও ক্লান্তি নিয়ে নেমে আসেন। তিনি হাসপাতালের করোনা পরীক্ষা করান। তাতে করোনা পজেটিভ ধরা পড়ে তার।

সান দিয়েগোর পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের সংক্রামক বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান রেমারস এবিসি নিউজকে বলেন, এটি অপ্রত্যাশিত ছিল না। ভ্যাকসিনগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমরা জানি শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাগুলো ১০ থেকে ১৪ দিন সময় নেয়।

তিনি বলেন, আমাদের মনে হয় প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশের মতো সুরক্ষা দেয় এবং আপনার প্রয়োজন দ্বিতীয় ডোজ, যা আপনাকে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।

ইউএইচ/

Exit mobile version