Site icon Jamuna Television

১৭ বছর আগে স্ত্রীর কাছে যা লুকিয়েছিলেন শাহরুখ

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শাহরুখ খান বিবাহিত জীবনের ২৯ বছর পার করেছেন চলতি বছর। এত বছর পর এসে জানা গেলো এক নতুন তথ্য। ১৭ বছর আগে স্ত্রী গৌরী খানের কাছে শাহরুখ একটি তথ্য লুকাতে অনুরোধ করেছিলেন একজন অভিনেতাকে।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণের খবরে সেই অভিনেতার নাম বলা হয় সতীশ শাহ।

সম্প্রতি এক টুইটবার্তায় এ অভিনেতা লিখেছেন– ‘রেড চিলির ব্যানারে নির্মিত ‘চলতে চলতে’ (২০০৩) সিনেমার জন্য আমি কিছু অতিরিক্ত অর্থ পেয়েছিলাম। সেটি শাহরুখকে জানালে তিনি আমাকে বলেছিলেন– ‘সতীশ ভাই, কিছু মনে করবেন না, আপনি এটা গৌরীকে জানাবেন না।’

‘চলতে চলতে’ সিনেমা পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। আর প্রযোজনা করেছিল শাহরুখ ও জুহি চাওলার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ঠিক কী কারণে এ কথা গৌরীর কাছ থেকে লুকাতে বলেছিলেন, সে তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

ইউএইচ/

Exit mobile version