Site icon Jamuna Television

নিউ ইয়ার উপলক্ষে জনসমাগম রোধে এক লাখ পুলিশকে মাঠে নামিয়েছে ফ্রান্স

নতুন বছরের উৎসব উপলক্ষে জনসমাগম রোধে এক লাখ পুলিশকে মাঠে নামিয়েছে ফ্রান্স। করোনার বিস্তার রোধে আনন্দ আয়োজন ঠেকাতে এবং কারফিউয়ের কার্যকারিতা নিশ্চিতে নেয়া হয়েছে এ পদক্ষেপ।

বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ৮টা থেকে সব শহর-উপশহরের মূল পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি থাকবে। পুরোনো বছরকে বিদায় জানাতে শেষ রাতে গাড়ির মিছিল থামাতে কাজ করবে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যরা। সন্ধ্যা থেকে বন্ধ থাকবে রাজধানী প্যারিসের অর্ধেক মেট্রো লাইন। দেশজুড়ে বড় পরিসরে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহণও।

করোনার সংক্রমণে বিশ্বের পঞ্চম এবং মৃত্যুতে তৃতীয় শীর্ষ দেশ এখন ফ্রান্স। মহামারির সেকেন্ড ওয়েভ তীব্র রূপ নেয়ায় নতুন বছর উদযাপন আয়োজন নিষিদ্ধ হয়েছে ইউরোপের বেশিরভাগ দেশে।

Exit mobile version