Site icon Jamuna Television

পরিস্থিতির উন্নতি না হলে স্কুল খোলা হবে না: প্রধানমন্ত্রী

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে, পরিস্থিতির উন্নতি না হলে স্কুল খোলা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বই উৎসব গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীর হাতে ভার্চুয়ালি বইও তুলে দেন প্রধানমন্ত্রী।

মহামারীর মাঝে নির্ধারিত সময় বই ছাপানোর কাজ শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।মানসিক স্বাস্থ্যের বিকাশে সন্তানদের সময় দিতে মা বাবার প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। পরামর্শ দেন,দিনের কিছুটা সময় রোদে থাকতে। একই সাথে সকলকে মাস্ক পরার বিষয়ে আবারো আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version