Site icon Jamuna Television

পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানে হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবারের হামলার সাথে জড়িতদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় চালানো হয় এ সহিংসতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় প্রভাবশালী ইসলামিক নেতারা এ ঘটনার সাথে জড়িত। কারণ, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মন্দিরটির সংস্কারে হাত দিয়েছিলো হিন্দু সম্প্রদায়। যারসাথে, দ্বিমত ছিলো ঐ নেতাদের। তাদের উসকানিতে, কয়েক’শ মানুষ মন্দিরে চড়াও হয়। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে; আগুন ধরিয়ে দেয়া হয় ভবনটিতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের হস্তক্ষেপ করতে হয়।

এ ঘটনার নিন্দায় সোচ্চার পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। কয়েক সপ্তাহ আগে ইমরান খান সরকার সংখ্যালঘুদের উদ্দেশে জানায়, পুরানো মন্দির সংস্কার বা নির্মাণে কোনও বাধা নেই। পাকিস্তানে ৭৫ লাখ হিন্দু বসবাস করেন।

Exit mobile version