Site icon Jamuna Television

‘আগামী ১২ দিনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে’

আগামী ১২ দিনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবের উদ্বোধনীতে তিনি এ তথ্য জানান। এরআগে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২০২১ সালের বই উৎসবের উদ্বোধন ও ২৩ জন শিক্ষার্থীর হাতে ভার্চুয়ালি বই তুলে দেন প্রধানমন্ত্রী।

এবার প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি নতুন বই ছাপানো হয়েছে। ২০২১ শিক্ষাবর্ষে ৩৪ কোটি ৩৬ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হবে। করোনার নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বই ছাপানোর কাজ শেষ করেছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version