Site icon Jamuna Television

ইয়েমেনের এডেন বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত কমপক্ষে ২৬

ইয়েমেনের এডেন বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২৬ জনের। আহত অর্ধশতাধিক। বুধবার দেশটির সদ্যগঠিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের বহনকারী বিমান সৌদি আরব থেকে অবতরণের পরপরই হয় এ হামলা সংগঠিত হয়।

বিমানের আরোহীরা বিমান থেকে নামার পরপর দু’টো বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, টার্মিনাল লক্ষ্য করে তিনটি মর্টার শেল ছোঁড়া হয়। এর কিছুক্ষণ পর গোলাগুলির আওয়াজও পাওয়া যায়। হামলায় নিহতদের মধ্যে আছেন বেসরকারি সাহায্য সংস্থা এবং সরকারি কর্মকর্তারা।

তবে হামলায়, নতুন মন্ত্রিসভার সদস্যরা সবাই সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করেছেন, ইয়েমেনী প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিক সাঈদ। হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছেন দেশটির তথ্যমন্ত্রী। গেল বছর এডেনে সামরিক কুচকাওয়াজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন কমপক্ষে ৩৬ জন।

Exit mobile version