Site icon Jamuna Television

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাসান মাহমুদ, রাশেদুজ্জামান সজিব, রকিবুল হাসান, মানিক কুমার প্রামানিক, সাফিকুল ইসলাম এবং শ্রী রিপন কুমার। এদের মধ্যে মানিক কুমার প্রামানিক রাজশাহীতে অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা এবং রকিবুল হাসান একই পদে কাজ করেন রাজধানীর জনতা ব্যাংকের মতিঝিল শাখায়।

সিআইডি কর্মকর্তা জানিয়েছেন, এই ব্যক্তিরা ডিজিটাল ডিভাইসের সহায়তায় কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে এনে তা সমাধান করে পাঠাতেন। জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া শিক্ষার্থী ও চাকরি পাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে সিআইডি।

ইউএইচ/

Exit mobile version