Site icon Jamuna Television

বিনাদোষে পাঁচ বছর জেলখাটা আরমান বিহারিকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

বিনাদোষে পাঁচ বছর জেলখাটা মিরপুরের বেনারসি কারিগর আরমান বিহারিকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণও দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ উল্লেখ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ নিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে অধিকতর তদন্ত করতে বলা হয়েছে।

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত শাহাবুদ্দিন বিহারির পরিবর্তে আসামি হিসেবে প্রায় ৫ বছর ধরে কারাগারে আরমান বিহারি। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।

ইউএইচ/

Exit mobile version