Site icon Jamuna Television

নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল পেরু, নিহত কমপক্ষে ২

নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল পেরু। বুধবারও লাতিন দেশটিতে পুলিশের সাথে সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ২ বিক্ষোভকারী। নিহতদের একজন ১৬ বছরের কিশোর।

সহিংসতায় আহত হয়েছেন চার বিক্ষোভকারী এবং ৬ পুলিশ সদস্য। ডিসেম্বরের শুরুতেই ইকা প্রদেশে কৃষি আইন সংস্কারের দাবিতে শুরু হয় আন্দোলন। মঙ্গলবার পার্লামেন্টে নতুন কৃষি আইন পাস হলেও তাতে সন্তুষ্ট নন কৃষক এবং সংশ্লিষ্ট শ্রমিকরা। দিনপ্রতি মজুরি নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩ ডলার।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহামারিতে ক্ষতিগ্রস্ত দু’হাজার কৃষিপণ্য উৎপাদক প্রতিষ্ঠানের জন্য গৃহীত হয়নি কোনো পদক্ষেপ। বঞ্চিত কর্মসংস্থানের সন্ধানে থাকা দু’লাখ মানুষ।

ইউএইচ/

Exit mobile version