Site icon Jamuna Television

সবার আগে ২০২১ সালকে বরণ করে নিলো নিউজিল্যান্ড

সবার আগে ২০২১ সালকে বরণ করে নিলো নিউজিল্যান্ড। ভৌগোলিক কারণে ঘড়ির কাটা সবচেয়ে আগে ১২টা ছুঁয়েছে দেশটিতে।

আতশবাজির বর্ণিল রং আর উদ্দাম বাজনার তালে মেতে ওঠে অকল্যান্ডের স্কাই টাওয়ার। করোনা মহামারির কারণে এবারের আয়োজন ছিলো সীমিত। মাত্র কয়েক মিনিটেই শেষ হয় আয়োজন।

এদিকে, কড়াকড়ি থাকায় দেশটিতে ছিলো না পর্যটক আর দর্শনার্থীদের ভিড়। ভার্চুয়ালি আয়োজন উপভোগ করেছেন সাধারণ মানুষ।

ইউএইচ/

Exit mobile version