Site icon Jamuna Television

আসন্ন থার্টি ফার্স্টে জঙ্গিবাদের কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

আসন্ন থার্টি ফার্স্টে জঙ্গিবাদের কোনো হুমকি নেই তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে র‍্যাব প্রস্তুত। নতুন বছর উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, সব ধরনের ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিআইপি ও কূটনৈতিক এলাকায় নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা। বোমা হামলা বা যেকোনো ধরনের নাশকতা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সকল আনুষ্ঠানিকতায় সরকারি নির্দেশনা মানা, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো এবং উচ্চ শব্দে গান বাজনা না করার অনুরোধ করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version