Site icon Jamuna Television

নতুন বছরে গুগলের বিশেষ ডুডল

নতুন বছরে গুগলের বিশেষ ডুডল

শুরু হয়েছে নতুন বছর ২০২১। নতুন বছরে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। রাত ১২টার পর থেকে গুগল সার্চে এ বিশেষ ডুডল দেখা যাচ্ছে। এর জন্য শুধু একবার ঢুঁ মারতে হবে গুগলের সার্চ ইঞ্জিনে।

এবার একটি পুরানো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে গুগল, যাতে ২০২০ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে নিউ ইয়ার্স ইভ-র একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝড়ে পড়ছে অজস্র রংবেরঙের কাগজ কুঁচি। একইসাথে বিশ্বাসী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিতে দেখা গিয়েছে গুগলকে।

Exit mobile version