Site icon Jamuna Television

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শুরু হয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো।

সকাল ৯টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ নেতারা।

পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। বিকেলে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version