Site icon Jamuna Television

প্রথম করোনা টিকার ছাড়পত্র চীনে, কার্যকারিতা ৮০ ভাগ

প্রথম করোনা টিকার ছাড়পত্র চীনে, কার্যকারিতা ৮০ ভাগ

চীনে অনুমোদন পেলো রাষ্ট্রীয় সংস্থা- সিনোফার্মের উদ্ভাবিত করোনা প্রতিরোধক ভ্যাকসিন। বৃহস্পতিবার, জনসাধারণের ব্যবহারে প্রথম কোন টিকার ছাড়পত্র দেয়া হলো।

দেশটির জাতীয় চিকিৎসা উৎপাদক কর্তৃপক্ষ দেয় অনুমোদন। ভ্যাকসিনটি ৮০ শতাংশের মতো কার্যকর।

ডিসেম্বরেই বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত টিকাটি ব্যবহারের অনুমতি দেয়; চলছে প্রয়োগও। গেলো কয়েকমাস ধরেই মানবশরীরে ৩টি ভিন্ন করোনা প্রতিরোধক ভ্যাকসিনের সবশেষ পরীক্ষা চালাচ্ছিলো চীন।

বর্তমানে পাঁচটি ভ্যাকসিন রয়েছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে। উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো সিনোভ্যাক, সিএনবিজি (CNBG) ইউনিটস, ক্যানসিনো বায়োলজিকস এবং চাইনিজ একাডেমি অব সায়েন্স।

এরইমধ্যে ইন্দোনেশিয়া-ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের সাথে টিকা সরবরাহ চুক্তি করেছে চীন।

Exit mobile version