Site icon Jamuna Television

জাতীয় সংগীতে ভাষাগত কিছু পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

জাতীয় সংগীতে ভাষাগত কিছু পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

জাতীয় সংগীতে ভাষাগত কিছু পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম দিন এ সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

জানান, জাতীয় সংগীতের একটি লাইনের পরিবর্তন হয়েছে। তার দাবি, জাতীয় ঐক্যের জন্য এ সংস্কার। গানের ‘ফর উই আর ইয়ং এন্ড ফ্রি’ শব্দগুচ্ছের পরিবর্তে এখন থেকে গাওয়া হবে ‘ফর উই আর ওয়ান এন্ড ফ্রি’। ১৪০ বছরের পুরনো জাতীয় সংগীতে সবশেষ পরিবর্তন করা হয়, ১৯৮৪ সালে।

গেল বছর, নিউ সাউথ ওয়েলস রাজ্যের নেতা গ্লেডি বেরেজিকলিয়ান এতে নতুন সংস্কার প্রস্তাব তোলেন পার্লামেন্টে। সংস্কৃতি-জাতিসত্ত্বায় বৈচিত্র্যপূর্ণ দেশ অস্ট্রেলিয়ায় ৩ শতাধিক জাতির মানুষের বসবাস।

Exit mobile version