Site icon Jamuna Television

নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

নতুন বছরের প্রথম দিন ছুটির দিন হওয়ায় উপচে পড়া ভিড় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।

শুক্রবার সকাল থেকে বিশেষ করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল দেখা গেছে। শিশুদের সাথে নিয়ে অভিভাবকরা ঘুরেফিরে দেখছেন প্রাণী। তাদের উচ্ছ্বাসও দেখার মতো।

চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে ভিড় বেশি। দর্শনার্থীদেরকে প্রাণীদের খাবার দিতে নিরুৎসাহিত করা হলেও হরিণ দেখে বাচ্চাদের সে মানা শোনার সময় কই। কচি পাতা হাতে নিতে কাছে আসছে হরিণ। দিচ্ছেন আদর করে।

এছাড়া চিড়িয়াখানার পরিবেশ আগের চেয়ে ভালো বলে জানালেন বিনোদনপ্রেমীরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষও বলছেন, হকারমুক্ত করা হয়েছে। কেউ যাতে হেনস্থার শিকার না হয় সে বিষয়ে তদারকি চলছে।

Exit mobile version