Site icon Jamuna Television

নতুন বছরে সাকিবের নতুন ধামাকা

বাবা হচ্ছেন সাকিব। সোশ্যালে সেই খবরই দিয়েছেন অলরাউন্ডার।

তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করা ছবিটি বলছে এমনই কথা। নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের উদ্দেশে এমন খুশির খবর দেন আলরাউন্ডার।

সাকিব লেখেন “নতুন বছর, নতুন সূচনা, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এ সংবাদ ফেইসবুকে জানানোর পরেই অভিনন্দের জোয়ারে ভাসছেন সাকিব, তাছাড়া নিজের ইনস্টাগ্রামেও সাকিব শেয়ার করেছেন এই ছবি।

সাকিবের একজন ঘনিষ্ঠ জন যমুনা নিউজকে জানান, যেহেতু তার ফেসবুক পেইজ, ও ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ছবি শেয়ার করেছেন, তখন এই খবরটি মিথ্যে বা গুজব হওয়ার কথা নয়। তিনি নতুন বছরে সাকিব ও তার পরিবারের জন্য শুভকামনা জানান তিনি।

Exit mobile version