Site icon Jamuna Television

এটিপি ডিলরে বিচ ওপেন টেনিস থেকে নিজেকে সরিয়ে নিলো এন্ডিমারে

এটিপি ডিলরে বিচ ওপেন টেনিস থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। ব্যাক্তিগত বা ইনজুরির কারণে এটি করেননি, করোনা সতর্কতায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই শীর্ষ বাছাই।

২০২১ সালে এই টুর্নামেন্ট দিয়ে সার্কিটে ফেরার কথা ছিলো মারের। কিন্তু অস্ট্রেলিয়া ওপেন নিয়ে কোন ঝুকি নিতে রাজিনন তিনি। আসছে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবার কথা অস্ট্রেলিয়ান ওপেন। ৩৩ বছর বয়সী মারে এর আগে পাঁচ বার চ্যাম্পিয়ন ছিলেন এই গ্রান্ড স্ল্যামে। ইনজুরির কারণে গেল বছর মাত্র ৭ টি ম্যাচ খেলতে পেরেছিলেন এই বৃটিশ।

Exit mobile version