Site icon Jamuna Television

এবার অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত

এবার অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত। শুক্রবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরী ব্যবহারে অনুমোদন দেন দেশটির বিশেষজ্ঞ কমিটি। টিকাটি ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। শনিবার থেকেই সব রাজ্যে শুরু হবে টিকা প্রয়োগের ড্রাইরান।

নতুন বছরের প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর পেল ভারতবাসী। শুক্রবার দেশটির বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পেল অক্সফোর্ডের করোনার টিকা।

ভ্যাকসিনটি ভারতে উৎপাদন করছে দেশটির বায়োটেক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। সেরামের হাতে এখনই সাত কোটির মতো ভ্যাকসিন রয়েছে। দুইটি ডোজে ভ্যাকসিন নিতে হবে। তাই এখনই সাড়ে তিন কোটি মানুষকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেয়ার জায়গায় রয়েছে ভারত। মার্চের মধ্যে আরো তিন কোটি ভ্যাকসিন প্রস্তুত হবে।

জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ায় তালিকার শুরুতে থাকবেন ফ্রন্টলাইনার্সরা। চিকিৎসক, নার্সসহ সব ধরণের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি, স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুরুত্ব পাবেন এই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে। এছাড়াও আছেন পৌরসভা কর্মীরাও। আর রোগীদের ক্ষেত্রে বয়স্ক এবং মুমুর্ষুরা অগ্রাধিকার পাবেন।

প্রায় ১৩০ কোটি জনগনের দেশ ভারতে করোনার টিকা কার্যক্রম পরিচালনা সহজ নয়। তাই শুরুতে পরীক্ষামুলকভাবে চলবে টিকাদান। এলক্ষ্যে শনিবার থেকেই শুরু হচ্ছে ভ্যাকসিনের ড্রাই-রান।

Exit mobile version