Site icon Jamuna Television

ভারতের উত্তর প্রদেশে পঞ্চায়েত প্রধানের দায়িত্বে পাকিস্তানি নারী!

ভারতের উত্তর প্রদেশে এক পঞ্চায়েতে ‘পঞ্চায়েত প্রধান’ পদে দায়িত্ব পালন করছিলেন এক পাকিস্তানি নারী। তবে সে সংবাদ প্রচার হওয়ার পর বেশ অস্বস্তিতে পরেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য বিজেপি সরকার। খবর হিন্দুস্তান টাইমস’র।

জানা যায়, প্রায় ৩৫-৪০ বছর আগে এটাওয়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন পাকিস্তানের করাচির বাসিন্দা বানো। তারপর আখতার আলি নামে এক স্থানীয় ব্যক্তিকে বিয়ে করে দীর্ঘ মেয়াদের ভিসায় থাকতে শুরু করেন এখানে। একাধিকবার আবেদনও করেন ভারতীয় নাগরিকত্বের জন্য। এরইমধ্যে ২০১৫ সালে নির্বাচনে জিতে গুয়াদাউ গ্রাম পঞ্চায়েতের সদস্য হন।

এটাওয়ার জেলা পঞ্চায়েতরাজ আধিকারিক অলোক প্রিয়দর্শী জানান, গত বছর ৯ জানুয়ারি সেই পঞ্চায়েতের প্রধান শেহনাজ বেগমের মৃত্যু হলে পঞ্চায়েত কমিটির সদস্যরা আলোচনা সাপেক্ষে বানোকে অন্তর্বর্তীকালীন পঞ্চায়েত প্রধানের দায়িত্ব দেয়।

তবে বর্তমানে বানোর বিষয়টি বানো কীভাবে আধার কার্ড এবং অন্যান্য নথি পেলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাপ্রশাসক সুখলাল ভারতী।

Exit mobile version