Site icon Jamuna Television

আচমকা অসুস্থ সৌরভ, ভর্তি হলেন হাসাপাতালে

শনিবার শরীরচর্চা করার সময় হঠাৎ করেই পিঠে ব্যথা অনুভব করেন, তারপর মাথা ঘুরে পড়ে যান। তারও আগে অনুভব করছিলেন বুকে ব্যথা। তারপরই বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দ্রুত ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। খবর আনন্দবাজার পত্রিকা’র।

সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী জানান, সৌরভের হৃদযন্ত্রে সামান্য সমস্যা ছিল তবে বর্তমানে সৌরভের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা টুইটে লিখেন, ‘জেনে খারাপ লাগছে, সৌরভ মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওর দ্রুত আরোগ্য কামনা করছি’।

Exit mobile version