Site icon Jamuna Television

তিন মাস বন্ধের পর ভারত থেকে শুরু হলো পেঁয়াজ আমদানি

ভারত থেকে শুরু হলো পেঁয়াজ আমদানি

টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ভারত থেকে শুরু হলো পেঁয়াজ আমদানি।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নির্দিষ্ট মূল্য নির্ধারণ না থাকলেও, প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২৫০ থেকে ২৮০ মার্কিন ডলারে। এসব পেঁয়াজ আসছে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে।

সম্প্রতি ভারতে উৎপাদন বেড়ে যাওয়ায় তারা রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এর ফলে আজ থেকে পেঁয়াজ রফতানি শুরু করলো দেশটি।

Exit mobile version