Site icon Jamuna Television

আক্রান্ত মন্দির পুনঃনির্মান করবে পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া সরকার

গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশের কারাকে মুসলিম উগ্রপন্থীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত শ্রী প্রমাণ মহারাজ সমাধি হিন্দু মন্দির সরকারি অর্থায়নের পুনঃনির্মান করার ঘোষণা দিয়েছে দেশটির খায়বার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার। খবর আল জাজিরা’র।

শুক্রবার প্রদেশটির তথ্যমন্ত্রী কামরান বাঙ্গাস এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এই ঘটনায় খুবই লজ্জিত। তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বয়ং খুব দ্রুত এই মন্দির পুনঃনির্মাণের আদেশ দিয়েছেন।

বাঙ্গাস আরও জানান, খুব দ্রুতই স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে মন্দিরের পুনঃনির্মান কাজ আরাম্ভ করা হবে। সেইসাথে এই স্থাপনার জন্য উচ্চ নিরাপত্তা ব্যবস্থাও দেয়া হবে।

এঘটনায় পুলিশ স্থানীয় মুসলিম নেতাসহ ডজনখানেক লোককে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে।

জেলার পুলিশ প্রধান ইরাফানুল্লাহ খান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে সংঘর্ষে উস্কানি দেয়ার অভিযোগে জেলার জমিয়ত উলামা ই ইসলামের সভাপতি মোল্লাহ মির্জা আকিমকেও খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার ওপর দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

Exit mobile version