Site icon Jamuna Television

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, নারীনেত্রী আয়েশা খানমের জানাজা বাদ আসর নেত্রকোণা অন্নেষা স্কুলের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ নেত্রকোণাস্থ কাটলী বাসভবনে পৌঁছে।

আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।

নেত্রকোণার গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর আয়েশা খানমের জন্ম। তার বাবার নাম গোলাম আলী খান এবং মা জামাতুন্নেসা খানম। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বন্ধু-বান্ধব ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে রেখে যান।

ইউএইচ/

Exit mobile version