Site icon Jamuna Television

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

স্পনশি ফুটবল লিগে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার তারা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রয়েছে টেবিলের দুই নম্বরে।

অ্যাটলেটিকোর চাইতে দুই ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৩৩। রাতে রিয়ালের মুখোমুখি হবে সেল্টা ভিগো। এই ম্যাচে জিততে পারলেই শীর্ষে উঠে যাবে জিদানের দল।

তবে ড্র করলে সেই সুযোগ পাবে না রিয়াল। শেষ মুখোমুখি দেখায় ২-২ গোলে ড্র করে রিয়ালকে রুখে দিয়েছিলো তারা । তাই এই ম্যাচেও জিদানদের ছেড়ে কথা বলবে না সেল্টা ভিগো।

তবে দুদলের মুখোমুখি ৪৬ দেখায় রিয়াল মাদ্রিদের জয় ২৮টিতে। আর সেল্টাভিগো জয় পেয়েছিল ১২টিতে। বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে দল দুটি।

Exit mobile version