Site icon Jamuna Television

নববর্ষের আতশবাজিতে মরলো শত শত পাখি

নতুন বছরকে স্বাগত জানাতে সারাবিশ্ব যখন আতশবাজির উৎসবে মেতে ওঠে, তখন ইতালিতে বিপন্ন হয়েছে হাজারো অসহায় পাখির জীবন।

রাজধানী রোমের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে শত শত পাখির মৃতদেহ। এই ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতশবাজি পোড়ানো বন্ধের দাবি উঠেছে প্রাণী অধিকার সংস্থাগুলোর তরফ থেকে।

ইতালির রাজধানী রোমের পথে পথে ছড়িয়ে আছে মৃত পাখি। আশপাশে পড়ে আছে আতশবাজি ফোটানোর চিহ্ন। থার্টিফার্স্ট নাইটে ইতালির নাগরিক দিয়েগো ফেনিসিয়ার ফোনে ধারণকৃত এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, আতশবাজি আর পটকার শব্দে দিশেহারা পাখির ঝাঁক।

হাজার হাজার পাখির মৃত্যুর জন্য নববর্ষের আতশবাজি উৎসবকেই দায়ী করছে ইন্টারন্যাশনাল অ্যানিমেল প্রোটেকশন অর্গানাইজেশন-OIPA।

মহামারি সতর্কতায় এবার জনসমাগম করে উৎসবে নিষেধাজ্ঞা ছিলো প্রায় সব দেশেই। তবে ব্যক্তি উদ্যোগে নজিরবিহীন আতশবাজি পোড়ানো হয়েছে বাড়ির ছাদে ছাদে। বর্ণিল আলোকছটায়, মানবজাতি উৎসবে মাতলেও তা প্রাণঘাতী হয়ে উঠেছে নিরীহ পাখির দলের জন্য।

প্রাণী সংরক্ষণ সংস্থা OIPA’র মতে, অতিরিক্ত শব্দের কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে পাখিদের। ভয়ে দিগ্বিদিকশূন্য হয়ে উড়তে গিয়ে দলবেঁধে বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যু হতে পারে তাদের।

ইউএইচ/

Exit mobile version