Site icon Jamuna Television

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা :

রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গো‌পিনাথ‌দিয়া এলাকায় ট্রাকের চাপা পড়ে বাবুল বিশ্বাস (২৮) না‌মের এক মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন নিহ‌তের ভাগ্নে মোটরসাই‌কেল চালক সোহাগ বিশ্বাস। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হ‌চ্ছে। শ‌নিবার রাত পৌনে ৭টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত বাবুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার স‌রিষা ইউপির বিলজা‌লিয়া গ্রামের ল‌তিফ বিশ্বাসের ছে‌লে এবং আহত সোহাগ বিশ্বাস একই উপজেলার বিকয়া গ্রামের জামাল বিশ্বাসের ছে‌লে।

জানা গেছে, ঢাকা থে‌কে ডাক্তার দেখিয়ে মোটরসাই‌কেল নি‌য়ে বাড়ি‌তে ফির‌ছি‌লেন দুর্ঘটনায় নিহত বাবুল বিশ্বাস ও তার ভাগ্নে সোহাগ। রাজবাড়ী গো‌পিনাথ‌দিয়া গোয়ালন্দগামী দুই‌টি ট্রাক ওভার‌টেক কর‌ছিল। সে সময় মোটরসাই‌কেলকে ট্রাক চাপ দি‌লে সাইড দি‌তে গি‌য়ে রাস্তার ওপর থাকা খোয়ায় স্লিপ খে‌য়ে পাশের খা‌লে মোটরসাই‌কেল চালক সোহাগ পড়ে গে‌লেও রাস্তার ওপর পড়েন বাবুল বিশ্বাস। তখন ট্রাক তা‌কে চাপা দি‌লে ঘটনাস্থলেই তি‌নি মারা যান।

রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউ‌দ্দিন জানান, ধারণা কর‌া হচ্ছে ট্রাক‌কে সাইড দি‌তে রাস্তার ওপর পড়ে থাকায় খোয়ায় স্লিপ ক‌রলে ট্রাক চাপায় মোটরসাই‌কেল আরোহী বাবুল বিশ্বাস মারা যান। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চল‌ছে।

ইউএইচ/

Exit mobile version