Site icon Jamuna Television

নাইজারে জঙ্গি হামলায় ৭৯ জন নিহত

নাইজারে জঙ্গি হামলায় ৭৯ জন নিহত

নাইজারের দুটি গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কমপক্ষে ৭৯ জনকে হত্যা করেছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাশে আল-হাদা জানিয়েছেন এ তথ্য।

তথ্য অনুসারে, চোমবাংগো গ্রামেই ৪৯ জনকে হত্যা করে অস্ত্রধারীরা; হামলায় আহত ১৭ জন। পাশের জারোম-দারিয়ে গ্রামেও নির্বিচারে চালানো হয় হত্যাযজ্ঞ। যাতে প্রাণ হারান ৩০ বাসিন্দা। মালি সীমান্তের কাছেই অঞ্চলটি। পরে বাকিদের নিরাপত্তার স্বার্থে, সেখানে পাঠানো হয়েছে সেনাবাহিনী।

মাত্র একদিন আগেই, ফ্রান্স জানিয়েছে মালিতে সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেছেন তাদের ৩ সেনাসদস্য। আল-কায়েদাপন্থি একটি স্থানীয় সশস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করেছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে সন্ত্রাসবাদ দমনে যে আন্তর্জাতিক অভিযান পরিচালিত হচ্ছে তার নেতৃত্বে রয়েছে ফ্রান্স। অঞ্চলটিতে, জাতিগত দ্বন্দ্বের পাশাপাশি রয়েছে মাদক-মানব চোরাচালান এবং ডাকাতির প্রবণতা।

Exit mobile version