Site icon Jamuna Television

এবার হামলার শিকার রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলের বাড়ি

এবার হামলার শিকার রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলের বাড়ি

যুক্তরাষ্ট্রে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির বাড়ির পর এবার হামলার শিকার রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলের বাড়ি। শনিবার ভোরের দিকে তার কেনটাকির বাড়িতে লাল রং স্প্রে করে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।

দরজা-জানালায় লিখে রাখে নানা ধরনের প্রতিবাদী কথা। কালো টেপ দিয়ে মুড়ে দেয়া হয় বাড়ির বিভিন্ন অংশ। বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ম্যাককোনেল।

এর আগে, শুক্রবার গভীর রাতে একই ধরনের হামলা হয় ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির বাড়িতেও। গ্রাফিতি আর রং স্প্রে করা হয় তার সান ফ্রান্সিসকোর বাড়িতে। শূকরের মাথাও পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থলে।

এ ঘটনায় কারা জড়িত এখনও জানা যায়নি তা। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। এমন এক সময় এ ঘটনা যখন করোনা সহায়তা বিল ও প্রতিরক্ষা বাজেট নিয়ে নিজ প্রশাসনের সাথেই দ্বন্দ্ব চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

Exit mobile version