Site icon Jamuna Television

করোনার টিকাদান কার্যক্রমে পিছিয়ে ইইউভুক্ত দেশগুলো

টিকা প্রয়োগের লক্ষ্য থেকে এখনও বেশ দূরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো

করোনায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হলেও টিকা প্রয়োগের লক্ষ্য থেকে এখনও বেশ দূরে যুক্তরাষ্ট্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘আওয়ার ওয়ার্ল্ড বাই ডেটা’র প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

পরিসংখ্যান বলছে, ৩০ ডিসেম্বর পর্যন্ত ২ দশমিক ৭৮ শতাংশ মানুষের ওপর টিকা প্রয়োগ করেছে মার্কিন প্রশাসন। অনেকটা পিছিয়ে ইইউভুক্ত দেশগুলোও। চলমান টিকা কার্যক্রমে সবচেয়ে এগিয়ে ইসরায়েল।

এরইমধ্যে, ১০ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দিয়েছে দেশটি। ১৯ ডিসেম্বর কর্মসূচি শুরুর পর প্রতি ১শ’ জনে প্রায় ১২ জনের টিকা নিশ্চিত করেছে ইসরায়েল।

দ্বিতীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সেখানে টিকা প্রয়োগের হার ৩ দশমিক ৪৯ শতাংশ। পরের অবস্থানে থাকা যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগের হার ১ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে, প্রথম ধাপে ৩ কোটি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে দেশজুড়ে ড্রাই-রান চালাচ্ছে ভারত।

Exit mobile version