Site icon Jamuna Television

দেশে ফিরলেন সাকিব

দেশে ফিরলেন সাকিব

দেশে ফিরলেন সাকিব আল হাসান। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ রোববার সকালে ঢাকায় পা রাখেন তিনি।

অসুস্থ শ্বশুরকে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছিলেন সাকিব। তাই খেলতে পারেননি বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালসহ দু’টি ম্যাচ। কিন্তু শ্বশুরকেও দেখতে পাননি। বিমানে থাকাকালীনই মৃত্যুর খবর পান। পরে পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এদিকে দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ক্যারিবীয়রা ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও শুরু হবে সেদিন।

Exit mobile version