Site icon Jamuna Television

দু’সপ্তাহ পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

দু'সপ্তাহ পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

দু’সপ্তাহ পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। আজ থেকে আবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে দেশটিতে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এ সিদ্ধান্ত। রোববার থেকে বিধিনিষেধ উঠে গেছে স্থল ও নৌপথে যোগাযোগের ক্ষেত্রেও।

তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা’সহ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্ত হওয়া দেশগুলো থেকে আগতদের জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস সংক্রমণের জেরে গত ডিসেম্বরে সতর্কতা হিসেবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় রিয়াদ।

Exit mobile version