Site icon Jamuna Television

সোনারগাঁওয়ে ইলেক্ট্রনিক্স কারখানায় আগুন

সোনারগাঁওয়ে ইলেক্ট্রনিক্স কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ত্রিবর্দী এলাকায় একটি ইলেক্ট্রনিক্স কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টা নাগাদ কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত তিনতলা ভবনটিতে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তারা এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো তথ্যও পাওয়া যায়নি।

Exit mobile version