Site icon Jamuna Television

জামালপুরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

জামালপুরে ওয়াসিম নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরের চর নাওভাঙা এলাকার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার
করা হয়।

জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, শহরের পাথালিয়া উত্তরপাড়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম তার স্ত্রীকে নিয়ে চর নাওভাঙা গ্রামের বিল্লাল মীরের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে বাড়ি ফেরার পর ওয়াসিমের বমি ও পাতলা পায়খানা শুরু হয়, পরে ভোর বেলা তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মৃত ওয়াসিমের বাবা মো. তোফাজ্জল হোসেন বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ইউএইচ/

Exit mobile version