Site icon Jamuna Television

কুড়িগ্রামে এক ভারতীয় চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাকারবারি এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়ন।

জামালপুর বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, আটককৃত চোরাকারবারি ভারতীয় নাগরিক নুরুজ্জামান (২৫)। সে আসাম রাজ্যের ধুবড়ি জেলার হাটশিংগীমারী থানার মানকারচরের কানাইমারা গ্রামের সুরত আলীর ছেলে।

রোববার দুপুরে গরু চােরাচালানের টাকা লেনদেনের উদ্দেশে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় ওই চোরাকারবারি। বিজিবি’র নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বিওপির সীমান্ত পিলার ১০৫৭ এর কাছে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝগড়ারচর নামক স্থানে তাকে আটক করে বিজিবি। আটক ভারতীয় চোরাকারবারির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুনতাছের বিল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version