Site icon Jamuna Television

এ মাসেই ঢাকায় ফিরছেন জেমি ডে

সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। যমুনা নিউজকে এমন খবর নিশ্চিত করেছেন জামালদের হেড কোচ নিজেই। তিনি বলেন, বাংলাদেশে এসে তার প্রথম কাজ হবে লিগ দেখে খেলোয়াড়দের পরিমাপ করা, যতদিন পর্যন্ত টাইগার ফুটবলারদের ক্যাম্প শুরু না হচ্ছে। আসছে ১২ জানুয়ারি বাংলাদেশ বিমানে করে ঢাকায় ফিরবেন জেমি।

এর আগে এশিয়া কাপ ও বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ শেষ বড় দিনের ছুটিতে গিয়েছিলেন এই ব্রিটিশ কোচ। তখনই গুঞ্জন শুরু হয়েছিলো কাতারের সাথে বড় ব্যবধানে হারায় তাকে আর কোচের দায়িত্বে রাখছে না বাফুফে। সে সময় যমুনা নিউজকে জেমি বলেছিলেন এমন খবরের কোন ভিত্তি নেই।

এদিকে বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও জানিয়েছেন জেমির ঢাকায় ফেরার কথা। সেই সাথে এই কোচের সাথে দীর্ঘ মেয়াদে পথ চলার পরিকল্পনাও করছেন তারা।

Exit mobile version