Site icon Jamuna Television

পাষণ্ডের নির্মম আক্রোশের শিকার ৮ বছরের ছোট্ট শিশু

সিসিটিভি ফুটেজ।

চট্টগ্রামে জাকির নামে এক পাষণ্ডের নির্মম আক্রোশের শিকার হলো ৮ বছরের ছোট্ট শিশু। উপরে তুলে আছাড় দেয়ার পর এলোপাতাড়ি লাথির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ৩০ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার ঘটনা এটি। তবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয় শিশুটি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জাকির।

ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, ৮ বছর বয়সী শিশু ইমতিয়াজকে প্রথমে উপরে তুলে মাটিতে আছাড়, পরে এলোপাতাড়ি কিল ঘুষি এবং লাথি মারে জাকির নামে এক ব্যক্তি। ঘটনাস্থলেই রক্তাক্ত হয় ছোট্ট শিশুটি, ভেঙে যায় দু’টি দাঁত, হাড়ে গুরুতর আঘাতের কারণে হাঁটাচলাও বন্ধ।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, প্রতিবেশী দুই পরিবারের ঝগড়া হয়। স্থানীয়দের মীমাংসা মন মতো হয়নি জাকিরের, তাই পরদিন একা পেয়ে শিশুটির উপর আক্রোশ মেটায় জাকির। এ ঘটনায় ২ জানুয়ারি থানায় মামলা করেছেন শিশুটির পিতা সেলিম খান। তবে এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত।

Exit mobile version