Site icon Jamuna Television

মানিকের টাকায় স্বপ্ন পূরণ হচ্ছে বাফুফের

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে বাফুফের জিমনেশিয়াম তৈরির কাজ। সোমবার এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

বাফুফে ভবনের সাথেই লাগানো লনে নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক জিমনেশিয়ামটি। সঠিক গতিতে কাজ চললে আসছে মার্চেই শেষ হবে নির্মাণ কাজ। তার পরেই জাতীয় দল, বয়সভিত্তিক দল ও নারী দলের ফুটবলারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এই জিম।

কাচঘেরা জিমনেশিয়ামটি নির্মাণে অর্থায়ন করছেন বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়া মানিক। জিমনেশিয়ামের উপকরণ আনা হচ্ছে দেশের বাইরে থেকে। আর জিম তৈরি পুরো বিষয়টি দেখভাল করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

Exit mobile version