Site icon Jamuna Television

ভুতুড়ে আগুনে পুড়ে গেছে দুটি বাস

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে গেছে দু’টি বাস। কিভাবে বাস দু’টিতে আগুন লাগলো তা নিশ্চিত নয় পুলিশ। পুলিশ জানায়, রোববার রাত দশটার দিকে, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের বাসটি সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান যাত্রীরা। পরে তাড়াহুড়ো করে নেমে যান সবাই। আগুন লাগার কারণ সর্ম্পকে নিশ্চিত নয় পুলিশ।

এদিকে, কিশোরগঞ্জের ভৈরবে অনন্যা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাসটি ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখতে পান পথচারীরা। টের পেয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় পুলিশ।

Exit mobile version